খুলনার সামনে ১৬১ রানের লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৭ নভেম্বর ২০১৭

চিটাগং ভাইকিংসের দেশি ক্রিকেটাররা নিয়মিত ব্যর্থ হচ্ছিলেন। তবে তাদের বিদেশি রিক্রুট রনকি নিয়মিত ভাল খেলছিলেন। তবে আজ যখন মাত্র তিন রান করেই তিনি আউট হলেন, তখন মনে হচ্ছিলো, বড় সংগ্রহ আর পাওয়া হবে না চিটাগংয়ের।

কিন্তু শেষ পর্যন্ত এনামুল হক বিজয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে এই চিটাগংই দাঁড় করিয়েছে ৫ উইকেটে ১৬০ রানের বড় পুঁজি। ফলে খুলনা টাইটান্সের সামনে জয়ের লক্ষ্য ১৬১ রানের।

দলীয় ৬ রানেই রনকি ফিরে গেলে বেশ কিছুটা চাপে পড়ে যায় চিটাগং। কারণ সৌম্য সরকার আজ ছিলেন ধীরে চলো নীতিতে। ৩৪টি বল খেলে তিনি মাত্র ৩২ রান করেন!

তবে চিটাগংয়ের হয়ে আসল কাজটি করেন এনামুল হক বিজয়। ৪৭ বলে করেন ৬২ রান। তৃতীয় বাংলাদেশি হিসেবে এই আসরে হাফসেঞ্চুরি পেয়েছেন তিনি। ৬২ রানের ইনিংসিটি খেলতে তিনি তিনটি ছয় ও পাঁচটি চারের মার মারেন।

শেষ দিকে দক্ষিণ আফ্রিকান ফন জিল ১৫ বলে ২৩ রানের এক ঝড়ো ইনিংস খেলে চিটাগংয়ের সংগ্রহকে বড় করতে বেশ ভাল ভূমিকা রাখেন।

খুলনার বোলারদের মধ্যে আজও আবু জায়েদ রাহী খুব ভালো বোলিং করেছেন। ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে একাই ৩টি উইকেট নিয়েছেন। আর মাহমুদুল্লাহ রিয়াদ পেয়েছেন একটি উইকেট।

এমএএন/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।