তৃতীয় বাংলাদেশি হিসেবে বিজয়ের হাফসেঞ্চুরি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই আসরে বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝেও তিনজন ব্যাটসম্যান ঠিকই ভাল খেলেছেন। পেয়েছেন অর্ধশতকের দেখাও। তার মধ্যে শুধু আজই (শুক্রবার) দু'জন বাংলাদেশি হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।
প্রথম ম্যাচে রাজশাহীর জাকির হোসেন আর দ্বিতীয় ম্যাচে চিটাগংয়ের এনামুল হক বিজয়। এর আগে রাজশাহী কিংসেরই মুমিনুল হক প্রথম বাংলাদেশি হিসেবে এই আসরে হাফসেঞ্চুরি করেন।
এনামুল হক বিজয় আসরের প্রথম থেকেই অফফর্মে ছিলেন। কোনভাবেই ভাল করতে পারছিলেন না। নিন্দুকদের তীরে বারবার বিদ্ধ হচ্ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। অবশেষে নিন্দুকদের কথার জবাব তিনি দিয়েই দিলেন খুলনা টাইটান্সের বিপক্ষের ম্যাচে। ৩৭ বলে তুলে নিলেন এই আসরের তার প্রথম হাফসেঞ্চুরি।
তার এই হাফসেঞ্চুরিতে রয়েছে ৩টি ছয় ও তিনটি চারের মার। বিজয়ের অসাধারণ এই অর্ধশতকের উপর ভর দিয়ে চিটাগং এগিয়ে যাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চিটাগং ভাইকিংসের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেটে ১০৮ রান।
এমএএন/এমএমআর/এমএস