কুমিল্লার পক্ষে শুক্রবার রাতে আসছেন হাসান আলি, শনিবার শোয়েব মালিক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৫ এএম, ১৭ নভেম্বর ২০১৭

রাত পোহালেই রংপুর রাইডার্সের সঙ্গে খেলা। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে যে দলের হয়ে খেলতে এসেছে টি-টোয়েন্টি তথা সীমিত ওভারের ক্রিকেটের দুই ভয়ঙ্কর উইলোবাজ ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ২৮টি। চারজন মাত্র ব্যাটসম্যানের আছে দুটি করে সেঞ্চুরি। সেই চারের দুজন; ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম।

ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের প্রথম সেঞ্চুরিয়ান ওয়েষ্ট ইন্ডিজের গেইল। ঠিক দ্বিতীয় শতরানের মালিক নিউজিল্যান্ডের ম্যাকলাম। টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক ব্রেন্ডন ম্যাককালাম। দুইজন মিলে এই ফরম্যাটে ১৯৪ ছক্কারও মালিক। সর্বাধীক ১০১ ছক্কা হাকিয়েছেন গেইল। আর দ্বিতীয় সর্বাধীক ৯৩ ছক্কা এসেছে ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে।

শুধু সর্বাধীক ছক্কা হাকানোর রেকর্ডই বলে দিচ্ছে গেইল আর ম্যাককালামই টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক টপ অর্ডার। নিজেদের দিনে তারা বিশ্বের যে কোন বোলিং শক্তিকে দুমরে মুচরে দিতে পারেন। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ের মুখে বড় বড় বোলাররাও খেই হারিয়ে ফেলেন।

এমন দুই বিপজ্জনক ব্যাটসম্যান প্রতিপক্ষ রংপুর রাইডার্স শিবিরে। তাদের আটকাতে কৌশল আঁটছেন কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দীন। আর সে কারনেই নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে উড়িয়ে আনা হচ্ছে টি-টোয়েন্টি তথা সীমিত ওভারের ফরম্যাটের অন্যতম ইনফর্ম বোলার পাকিস্তানের হাসান আলীকে। সব কিছু ঠিক থাকলে আজ রাতেই রাজধানী ঢাকায় আসছেন হাসান আলী।

বলার অপেক্ষা রাখে না প্রথমবারের মত বড় আসরে খেলতে নেমে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের সেরা পারফরমার হয়েছেন এ মিডিয়াম ফাষ্টবোলার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকায় আগে আসতে পারেননি হাসান আলী। আজ খেলা শেষ হবার কয়েক ঘণ্টার মধ্যে বিমানে চেপে বসবেন হাসান আলী ও পাকিস্তানের ড্যাশিং ওপেনার ফখর জামান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার সোহানুজ্জামান খান নয়ন জাগো নিউজকে জানান, আজ (শুক্রবার) রাত ১১ টায় রাজধানীতে এসে পৌঁছাবেন হাসান আলী ও ফকর জামান। শনিবার সকালে আসবেন আরেক পাকিস্তানি তারকা শোয়েব মালিক।

কুমিল্লা শিবির আগামীকাল রংপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতেই শুক্রবার সকালে শেরেবাংলার পাশে একাডেমি মাঠে অনুশীলন করলো। ক্রিকেটারদের উৎসাহিত করতে ফ্র্যাঞ্চাইজি নাফিসা কামালও প্র্যাকটিসে এসে উপস্থিত।
যতদূর জানা গেছে গেইল ও ম্যাককালামকে আটকাতেই হাসান আলীর মাপা লাইন-লেন্থ ও সুইংয়ের ওপর বাড়তি আস্থা কুমিল্লা কোচের।

তার কাল খেলা নিশ্চত। সেক্ষেত্রে আরেক পেস বোলিং অলরাউন্ডার ডোয়েন ব্রাভোকে বাইরে থাকতে হবে। এছাড়া আগের ম্যাচগুলোয় নেতৃত্ব দেয়া আফগান মোহাম্মদ নবীও ১১ জনের বাইরে চলে যাবেন। তার বদলে দলে আসবেন শোয়েব মালিক। দুই পাকিস্তানি শোয়েব মালিক ও হাসান আলীর সঙ্গে জস বাটলার, মারলন স্যামুয়েলস আর আফগান লেগস্পিনার রশিদ খানই হতে যাচ্ছেন রংপুরের বিপক্ষে কালকের ম্যাচে কুমিল্লার পাঁচ ফরেন রিক্রুট।

এআরবি/এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।