কেল্লার মাঠ কাঁপালো ঢাকা ডাইনামাইটস

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৬ নভেম্বর ২০১৭

দিন দিন ঢাকার শহরে মাঠের সংখ্যা কমে যাচ্ছে। সেটা অনেক দিন ধরেই। ফলে ঢাকার বাচ্চারা ক্রিকেট খেলে যার যার নিজের গলিতে। এটা বলতে গেলে ঢাকার একটা ঐতিহ্য। আর পাশাপাশি লালবাগ কেল্লাও ঢাকার অন্যতম ঐতিহাসিক জায়গার নাম। দুই ঐতিহাসিক বিষয়কে আজ এক বৃত্তে নিয়ে এসেছিল ঢাকা ডাইনামাইটস।

লালবাগের কেল্লার সরু রাস্তায় আজ 'গলির ক্রিকেট' খেলেছেন ঢাকা ডাইনামাইটসের দেশি-বিদেশি ক্রিকেটাররা। দর্শকদের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন তারা। নিজেদের স্বাক্ষরিত বল ছুঁড়ে মেরেছেন দর্শকদের দিকে।

নিম্নচাপের কারণে সকাল থেকেই ছিল বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি আটকাতে পারেনি দর্শকদের কেল্লায় আসতে। দর্শকদের চিৎকার আর উল্লাসে প্রকম্পিত হয় পুরো কেল্লা এলাকা।

shakib

এমন সুন্দর সময় কাটানোর পর ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ' এবারও আমরা শিরোপা জিততে চাই। দর্শকদের অনুরোধ করছি আপনারা আপনাদের সাপোর্ট অব্যাহত রাখবেন। '

এদিকে দলের আরেক ক্রিকেটার মোসাদ্দেক সৈকতও উচ্ছাস প্রকাশ করেন। তিনি বলেন, ' এভাবে এত মানুষের মাঝে উন্মুক্ত ক্রিকেট খেলাটা আসলেই আনন্দের। আর ঢাকাবাসীর এমন সমর্থনে আমি বা বিদেশি ক্রিকেটাররাও মুগ্ধ।'

খেলার শেষে উপস্থিত দর্শকদের মাঝে বল, প্লাস্টিকের ব্যাট ও ক্যাপ বিতরণ করা হয়।

এমএএন/এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।