ধৈর্য ধরছে রংপুর রাইডার্স!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১ এএম, ১৫ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স শেষ ম্যাচ খেলেছে গত ১১ই নভেম্বর আর তাদের পরের ম্যাচ আগামী ১৮ তারিখ। মানে খেলার মাঝে প্রায় সাত দিনের বিরতি। যেটা খেলার উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার মতে রংপুর দল ধৈর্য ধরছে।

রাজধানীতে একটি রিহ্যাব সেন্টারের উদ্যোগে মাদকবিরোধী সেমিনারে অংশ নেন মাশরাফি। সেখানেই বিপেএলে নিজের দল নিয়ে এসব কথা বলেন তিনি।

ধৈর্য ধরলেও, কঠিন সময়ে ধৈর্য ধরে রাখাটা কঠিন বলেই মনে করছেন মাশরাফি। তার মতে, 'আমরা পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে নেই। সে দিক দিয়ে হতাশাজনক। আমাদের দলটার উন্নতি করারও সুযোগ হচ্ছে। পরের ম্যাচে ইতিবাচক ফল আশা করছি। কঠিন সময়ে ধৈর্য ধরা কঠিন। ছয়দিনের একটা বিরতি হওয়ায় আমাদের এ ধৈর্যটা ধরতে হচ্ছে।'

গেইল-ম্যাককলাম যোগ দিচ্ছেন বিপিএলে। তাদের অংশগ্রহণে লিগের চেহারা কেমন করতে পারে? এ প্রশ্নের জবাব খুব সতর্কতার সঙ্গেই দেন রংপুরের অধিনায়ক। তিনি বলেন, 'গেইল-ম্যাককলাম টি-টোয়েন্টিতে অন্যতম সেরা। ওরা এসে কেমন করে, কেমন শুরু করে সেটার ওপর নির্ভর করছে। বাংলাদেশের উইকেটে ব্যাটিং করা অতটা সহজ নয়।'

বিপিএলে বাংলাদেশে ক্রিকেটারদের ব্যর্থতার কারণ নিয়েও কথা বলেন মাশরাফি। তিনি বলেন, 'আগেও বলেছি। আপনারাও জানেন বাস্তবতা কী। টপঅর্ডারে যারা ব্যাটিং করছে, প্রতিটি দলই বিদেশি ব্যাটসম্যানদের নামাচ্ছে। বিজয় দেখেন ওপরে ব্যাটিংয়েরই সুযোগ পাচ্ছে না। আরও অনেকে আছে। যখন সুযোগ পাচ্ছে তখন ইনিংস লম্বা করার পরিস্থিতি থাকছে না। গিয়েই শট খেলতে হচ্ছে। ক্রিকেটে এসব ছোটখাটো বিষয় অনেক ম্যাটার করে।'

তবে বাংলাদেশের খেলোয়াড়রা যে একদম ভালোই করতে পারছেন না, এমনটা মানতে নারাজ মাশরাফি। এ সম্পর্কে তিনি বলেন, 'কাল জহিরুল যে ইনিংসটা খেলেছে, সে-ই ম্যাচের নায়ক। রিয়াদ কয়েকটা ছোট ছোট কার্যকারী ইনিংস খেলেছে। খুলনার আবু জায়েদ রাহি খুব ভালো বোলিং করছে। একেবারে যে হচ্ছে না, তা নয়। তবে সুযোগ কম পাচ্ছে। প্রতিটি দল বিদেশি খেলোয়াড়দের ব্যবহার করতে চাচ্ছে। আমাদের সুযোগ তাই কমে যাচ্ছে।'

এমএএন/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।