বৃষ্টিতে বিপিএলের ম্যাচ শুরুতে দেরি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৯ এএম, ১৫ নভেম্বর ২০১৭

সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি। মিরপুরে এর বেগটা যেন একটু বেশিই। আর এর প্রভাবে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটেন্সের মধ্যকার ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছে। ১২.৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও তা বিলম্ব হচ্ছে।

এদিকে বৃষ্টির কারণে উইকেট এখনো কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে দুই দল এরই মধ্যে মাঠে প্রবেশ করে নিজেদের মত হালকা অনুশীলন করছেন।

এর আগে সিলেট পর্বের খুলনার কাছে ৬ উইকেটে হেরে যায় সিলেট সিক্সার্স। তাই সিলেটের জন্য এ ম্যাচটি প্রতিশোধের। আর খুলনার লক্ষ্য জয়ে দিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ তিনে জায়গা করে নেওয়া।

এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।