রুটও ধুয়ে দিলেন অস্ট্রেলিয়াকে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৪ নভেম্বর ২০১৭

একদিন আগেই ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়ে বলেছিলেন, তারা সব সময় কথা বেশি বলে। এবার ইংলিশ অধিনায়ক জো রুটও ধুয়ে দিলেন প্রতিপক্ষকে। সফরকারীরা অজিদের বোলিংয়ে ভীত, এমন কথা শুনে ভীষণ ক্ষেপেছেন তিনি। অ্যাশেজের উত্তাপ তবে ছড়াতে শুরু করলো!

২০১৩-১৪ মৌসুমে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। সেবার মিচেল জনসনের গতিতে বেশ নাকানিচুবানি খেতে দেখা যায় ইংলিশ ব্যাটসম্যানদের। এবারও সিরিজ শুরুর আগে শুরু হয়ে গেছে কথা-বার্তা। বিশেষ করে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা সব জায়গায় বলে বেড়াচ্ছেন, সফরকারী দল অজি বোলিং আক্রমণকে ভয় করে।

এমন কথা-বার্তায় রাগটা আর চাপিয়ে রাখতে পারছেন না রুট। অস্ট্রেলিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'অনেক কথা হচ্ছে। তার মধ্যে কয়েকটা রোমাঞ্চকর, কয়েকটা একদম ফালতু কথা বার্তা। বিশেষ করে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড় যা বলছেন তা তো যাচ্ছেতাই।'

অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ অ্যাশেজের সঙ্গে এবারটা মেলাতে নারাজ জো রুট। এবার তারা অনেক বেশি পরিণত হয়েই নামবেন, বলছেন ইংলিশ দলপতি, 'গতবার কি হয়েছিল বাদ দিন। আমার মনে হয়, এবার আমরা অনেক বেশি পরিণত। নিশ্চিত করতে হবে আমরা যেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারি। আমরাও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।'

ভয় শব্দটাকে ইংল্যান্ডের সঙ্গে আনতেই চান না রুট। অজিদের এমন কথাবার্তা পছন্দ হচ্ছে না তার, 'ভয় শব্দটা সঠিক নয় (ইংল্যান্ডের বেলায়)। সমীহ হতে পারে। তাদের আক্রমণ অনেক মানসম্পন্ন। আমাদের দলেও এমন মানসম্পন্ন অনেক খেলোয়াড় আছেন।'

অস্ট্রেলিয়া দল রুটকে আলাদা করে টার্গেট করবে, এমনটাও সঠিক কথা মনে হচ্ছে না ইংলিশ অধিনায়কের। নিজেদের মনোভাব সম্পর্কে তিনি বলেন, 'অনেকেই বলছে, তারা আমাকে আলাদা করে টার্গেট করবে। এটা নিয়েই কথা হচ্ছে। আমাদের ভাবনাটা এমন নয়। আমরা তাদের প্রতিটি খেলোয়াড়কেই টার্গেট করব। কাউকে আলাদা করে নয়। কেননা টেস্ট জিততে হলে আমাদের ২০ উইকেট নিতে হবে।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।