দলকে বিপদে ফেলে উদ্ধারও করলেন জহরুল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৪ নভেম্বর ২০১৭

ঢাকা ডাইনামাইটস আর খুলনা টাইটান্সের ম্যাচ শেষেও অনেকক্ষণ সবার চোখে লেগে ছিল জহুরুল ইসলাম অমির করা রিভার্স সুইপটি। তার এই অসাধারণ রিভার্স সুইপটিই ঢাকাকে এনে দেয় অসাধারণ জয়। অবশ্য দলকে বিপদে ফেলেছিলেনও তিনি, আর শেষ সময় এক বল বাকী থাকতে এই চারটিই তাকে পৌঁছে দেয় অনন্য উচ্চতায়।

ম্যাচ শেষ সংবাদ সম্মেলনেও তা স্বীকার করে নিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তিনি বলেন, ' না আসলে প্রথম দুটা বল আমি চার মারতে গিয়েছিলাম।কিন্তু নরমালি একটু কুইক একটু পারফেক্ট ছিলো বলগুলো। ওটা আমার ভুল চিন্তা ছিলো। চার মারার বদলে যদি এক রানের চিন্তা করতাম তাহলে ব্যাটে লাগতো। আসলে ম্যাচটায় আমিই বিপদে ফেলে দিয়েছিলাম। '

নিজের শটটিকে জ্ঞানহীন কাজ বলেই অভিহিত করেছেন তিনি। শটটি প্রসঙ্গে তিনি বলেন, 'পরে আমি চিন্তা করলাম ও দু'টা ইয়র্কার মেরে সফল হয়েছে, এই বলটাও ইয়র্কার মারবে। তো আমি একটা জ্ঞানহীনের মত চিন্তা করলাম যে থার্ডম্যান উপরে। আমার তো এই দিকে মেরে লাভ নাই। আমাকে থার্ডম্যানের উপর দিয়ে মারতে হবে। আমি এটা এর আগে কোন দিন খেলিনি।'

প্রথম থেকে ধীরে-সুস্থে ঠান্ডা মাথায় খেলে যাচ্ছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। মনে হচ্ছিলো যেন জয়ের ব্যাপারের তার কোন আগ্রহই নেই। কিন্তু শেষ সময়ে জ্বলে উঠে তিনি প্রমাণ করে দিয়েছেন, তার লক্ষ্য ছিল জয়ের ব্যাপারেই।

জহরুল এমন ঠান্ডা মাথার দুর্দান্ত পারফম্যান্স ফলও পেয়েছেন ম্যাচ শেষে। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

এমএএন/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।