টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৭

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের প্রথম দেখায় বড় ব্যবধানে জয় পেয়েছিল কুমিল্লা । তুলনামূলক দুর্বল চিটাগংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর আজ (মঙ্গলবার) এগিয়ে যাবার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা।

আজকের ম্যাচে শুধু পয়েন্ট নয়, মানসিক দিক থেকেও এগিয়ে থাকবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার জন্য বড় প্রেরণা হতে পারে গতকাল (রোববার) রাজশাহীর বিপক্ষে অসাধারণ জয়ের ম্যাচটি। রাজশাহী কিংসকে মাত্র ১১৫ রানে থামিয়ে দেয় কুমিল্লার বোলাররা। ম্যাচটি ভিক্টোরিয়ান্সরা ২৯ বল হাতে রেখেই ৯ উইকেটে জিতে নেয়।

এদিকে চিটাগং ভাইকিংস এবার তেমন একটা শক্তিশালী দল গড়তে পারেনি। লিগটাও তাদের ভালো যাচ্ছে না। তিন ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। দলটির ওপেনার লুক রনকি ছাড়া কোনো ব্যাটসম্যানই প্রতিপক্ষ বোলারদের সামনে দাঁড়াতে পারছে না। বিশেষভাবে, তাদের আইকন সৌম্য সরকার পুরোই ব্যর্থ। তবে চিটাগং এবং বাংলাদেশ দলের জন্য সুখবর, ফর্মে ফিরেছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ

দল দুটিতে খুব বড় কোন পরিবর্তন নেই আজ। তবে কুমিল্লার জন্য রয়েছে সুসংবাদ । দলে ফিরেছেন তাদের আইকন তামিম ইকবাল

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মোহাম্মদ নবি ও রশিদ খান।

চিটাগং একাদশ: লুক রনচি, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মিসবাহ-উল হক (অধিনায়ক), মুনারাবিরা, সিকান্দার রাজা, শুভাশীষ রায়, সোহরাওয়ার্দী শুভ, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।

এমএএন/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।