আজ মাঠে নামতে পারেন তামিম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২২ এএম, ১৪ নভেম্বর ২০১৭

অবশেষে ঢাকা পর্বেই হয়তো দেখা মিলছে তামিম ইকবালের। ইনজুরি আক্রান্ত কুমিল্লা আইকন ও অধিনায়ক এবার শুরু থেকেই মাঠের বাইরে। তবে সিলেটে জানিয়েছিলেন ঢাকা পর্বে মাঠে ফেরার চেষ্টা করবো।

তামিমের মাঠে ফেরা নির্ভর করছিল জাতীয় দলের ফিজিও রিপোর্টের উপর। কুমিল্লা টিম ম্যানেজমেন্টও জোড় করেননি। বলা হয়েছিল তামিম সুস্থ হলে এবং ম্যাচ ফিটনেস ফিরে আসলেই যেন মাঠে নামেন।

জানা গেছে খেলার মত শারীরিক সক্ষমতা ফিরে পেয়েছেন তামিম। তাই আজ তাকে খেলানোর কথা ভাবা হচ্ছে জোরে সরে। এদিকে তামিমের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, আজ (মঙ্গলবার) চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন দেশসেরা এই ওপেনার।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম প্রস্তুতি ম্যাচেই ঊরুর চোট পান তামিম ইকবাল। চোট পুরো সেরে ওঠার আগেই খেলেছেন টেস্ট ম্যাচ। ওই ম্যাচে আবার চোট পাওয়ায় খেলতে পারেননি পরের টেস্ট ও প্রথম ওয়ানডেতে। দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে আবার চোট পান পুরোনো জায়গায়। ফলে দক্ষিণ আফ্রিকা সফর থেকে আগেই দেশে ফিরেছিলেন তামিম। এজন্যই বিপিএলে মাঠে নামার আগে ছিলেন শতভাগ সাবধানী। খেলেননি প্রথম তিন ম্যাচ।

এআরবি/এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।