ভাইকিংসদের প্রতিশোধ, কুমিল্লায় এগিয়ে যাওয়ার ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৩ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল চিটাগং ভাইকিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওই ম্যাচে তুলনামূলক দুর্বল চিটাগংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ঢাকা পর্বে আগামীকাল (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে আবার মুখোমুখি হচ্ছে দল দুটি। দ্বিতীয় বারের মুখোমুখিতে শুধু পয়েন্ট নয়, মানসিক দিক থেকেও এগিয়ে থাকবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ দুই দলের প্রথম দেখায় চিটাগং ভাইকিংস করেছিল ১৪৩ রান । যা ১২ বল হাতে থাকতে ২ উইকেট হারিয়েই টপকে যায় কুমিল্লা। তবে বিপিএলের এবারের আসরের শুরুটা ভালা ছিল না সাবেক চ্যাম্পিয়নদের। হাড্ডাহাড্ডি লড়াই করে সিলেটের বিপক্ষে ৪ উইকেটে তারা হেরেছে ম্যাচটি।

তবে সিলেটের জন্য বড় প্রেরণা হতে পারে গতকাল (রোববার) রাজশাহীর বিপক্ষে অসাধারণ জয়ের ম্যাচটি। রাজশাহী কিংসকে মাত্র ১১৫ রানে থামিয়ে দেয় কুমিল্লার বোলাররা। ম্যাচটি ভিক্টোরিয়ান্সরা ২৯ বল হাতে রেখেই ৯ উইকেটে জিতে নেয়।

এদিকে চিটাগং ভাইকিংস এবার তেমন একটা শক্তিশালী দল গড়তে পারেনি। লিগটাও তাদের ভালো যাচ্ছে না। তিন ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। দলটির ওপেনার লুক রনকি ছাড়া কোনো ব্যাটসম্যানই প্রতিপক্ষ বোলারদের সামনে দাঁড়াতে পারছে না। বিশেষভাবে, তাদের আইকন সৌম্য সরকার পুরোই ব্যর্থ। তবে চিটাগং এবং বাংলাদেশ দলের জন্য সুখবর, ফর্মে ফিরেছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। চিটাগংয়ের দলটি তাই জয় পরাজয়ের চেয়ে তাসকিন আর রনকির ওপর ভরসা করেই কাল মাঠে নামবে।

যদিও কুমিল্লা আগামীকাল চিটাগংয়ের বিপক্ষে জিতে এগিয়ে যেতে চায় সুপার ফোরের লড়াইয়ে। চিটাগংয়ের লক্ষ্য ভালো খেলে ম্যাচ জিতে নিজেদের টিকিয়ে রাখা।

এমএএন/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।