এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি ঢাকা-খুলনা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৩ নভেম্বর ২০১৭

দুই দলেরই পয়েন্ট সমান। কিন্তু পয়েন্ট টেবিলে ঢাকা ডাইনামাইটস রয়েছে দ্বিতীয়তে আর খুলনা টাইটান্সের অবস্থান চারে। ঢাকার উপরে থাকার জন্য বড় অবদান রয়েছে খুলনারই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের দেখায় ঢাকার কাছে বড় ব্যবধানে হেরেছিল খুলনা। সেই ব্যবধানই রান রেটে এগিয়ে আছে ঢাকা।

ঢাকায় দ্বিতীয় বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। প্রথমবারের দেখায় ঢাকা খুলনার বিপক্ষে করেছিল ২০২ রান। যার বিপরীতে খুলনার সংগ্রহ ছিল মাত্র ১৩৭। ফলে ঢাকা জয় পায় ৬৫ রানের বড় ব্যবধানে। অবশ্য খুলনার আগে সিলেটের কাছে ৯ উইকেটের লজ্জার হার উপহার পায় ঢাকা।

সিলেটের ঘরের মাঠে হারলেও, ঢাকায় ফিরেই রুদ্রমূর্তি ধারণ করেন ঢাকা। মাত্র ১০১ রানেই অলআউট করে দেয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট সিক্সার্সকে। শহিদ আফ্রিদিময় ম্যাচটিতে ঢাকা জয় পায় ৮ উইকেটের বিশাল ব্যবধানে। ৭৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় দলটি। ফলে এ ম্যাচ থেকেও রান রেট বাড়িয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে ঢাকা।

এদিকে নিজেদের প্রথম ম্যাচে ঢাকার কাছে শোচনীয়ভাবে হারের পর টান তিন ম্যাচ জিতে উড়তে থাকা সিলেট সিক্সার্সের বিপক্ষেই ঘুরে দাঁড়ায় খুলনা টাইটান্স। সিলেট সিক্সার্সের বিপক্ষে ছয় উইকেটের বিশাল জয় পায় দলটি।

সিলেটের সঙ্গে শেষ ম্যাচের আত্মবিশ্বাসটি ধরে রেখে ঢাকা পর্বে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামে খুলনা। আরিফুল-ব্র্যাথওয়েটের ব্যাটিংয়ের পর আবু জায়েদে রাহীর দুর্দান্ত বোলিংয়ে ১৮ রানের জয় পায় খুলনা। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের চারে উঠে আসে দলটি।

আগামীকালের (মঙ্গলবার) ম্যাচে নামার আগে দু'দলই প্রেরণা খুঁজবে নিজেদের শেষ দুই ম্যাচের জয় থেকে। তবে ঢাকা একটু এগিয়েই থাকবে খুলনা থেকে। ঢাকার জন্য বড় প্রেরণা হতে পারে সিলেট পর্বে খুলনার বিপক্ষে বড় জয় আর শেষ ম্যাচে সিলেটের বিপক্ষে চালানো বোলিং আর ব্যাটিং তাণ্ডব। এছাড়াও ঢাকার জন্য সবচেয়ে বড় প্রেরণা হবে ঘরের মাঠের দর্শক। তবে যাই হোক, শেষ পর্যন্ত আসল ফলটা হবে খেলার মাঠে। তবে জয়ের বিকল্প ভাবছে না কোন দলই।

এমএএন/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।