মালয়েশিয়াকে ২৬২ রানে হারাল বাংলাদেশ

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া থেকে
প্রকাশিত: ১২:১২ পিএম, ১৩ নভেম্বর ২০১৭

যুব এশিয়া কাপ-২০১৭ এ স্বাগতিক মালয়েশিয়াকে ২৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় পরপর দুটিতেই জয় পেয়ে বাংলাদেশের যোগ হয়েছে ৪ পয়েন্ট।

বি-গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট তালিকায় বাংলাদেশ। সোমবার আবহাওয়া রৌদ্রোজ্জ্বল হওয়ায় খেলা যথাসময়ে শুরু হয়। টসে হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখে ৫০ ওভারে ৩৩৫ রান সংগ্রহ করে। এটিই এ সিরিজের এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ।

এর আগে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। নাঈম শেখ ও পিনাক ঘোষের উদ্বোধনী জুটি বেশ চমৎকার খেলা হয়েছিল। দলীয় ৩১ রানের মাথায় পঞ্চম ওভারের শেষ বলে প্যাভিলিয়নের পথ ধরেন নাঈম শেখ। তার ঠিক ৪ বলের মাথায় আউট হন পিনাক ঘোষ।

তবে তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক সাইফ হাসান ও তৌহিদ হৃদয় ২০৮ বলে ১৯৪ রানের জুটি গড়ে তুলেন। পরে ৪২ ওভার চলাকালে ব্যক্তিগত ৯০ রান নিয়ে সাইফ হাসান আউট হয়ে যান। সর্বোচ্চ ১২০ রান করেছেন তৌহিদ হৃদয়।

জয়ের জন্য ৩৩৬ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে মালয়েশিয়া। ৬ ওভারের খেলা চলাকালে নাঈম শেখের বল আঘাত হানে মালয়েশিয়ার উদ্বোধনী জুটিতে, দলীয় ৩১ রানের মাথায় আউট হন মোহাম্মদ হাফিজ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৩ রান করতে পারে মালয়েশিয়া।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ।

জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।