পিএসএলে লাহোর কালান্দার্সে খেলবেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১২ নভেম্বর ২০১৭

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এর আগের আসরে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছিলেন ৩ জন-সাকিব আল হাসান, তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। লাহোর কালান্দার্স কিনেছে বাংলাদেশি এ পেস সেনসেশনকে।

প্লেয়ার্স ড্রাফটে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে লাহোর নিয়েছে মোস্তাফিজকে। ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের দু’জন ক্রিকেটার। মোস্তাফিজের সঙ্গে তামিম ইকবাল।

গতবার পেশোয়ার জালমিতে খেলা এ ওপেনারকে এবার শুরুতে ছেড়ে দিলেও শেষপর্যন্ত ঠিকই টেনে নিয়েছে দলটি। পেশোয়ারেই খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। তাকে আগে থেকেই ধরে রেখেছে দলটি।

মাহমুদউল্লাহকেও ধরে রেখেছে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। গতবার পাকিস্তানে ফাইনাল হওয়ায় বিদেশি অনেক ক্রিকেটারই ওই ম্যাচটিতে খেলতে যাননি। এ সুযোগে পিএসএল অভিষেক হয়ে গিয়েছিল এনামুল হক বিজয়ের। তিনি এবার কোনো দল পাননি। পাবেনই বা কিভাবে? সুযোগ পেয়েও যে নিজের ঝলক দেখাতে পারেননি বাংলাদেশি এ ওপেনার।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।