১১৫ রানেই আটকে গেল রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ১২ নভেম্বর ২০১৭

আগের ম্যাচেই শক্তিশালী রংপুর রাইডার্সকে বড় ব্যবধানে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিল রাজশাহী কিংস। সেই রাজশাহীকেই মাটিতে নামিয়ে নিয়ে আসলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে মাত্র ১১৫ রান তুলতে পেরেছে মুশফিকুর রহিমের দল।

টস হেরে রাজশাহীর হয়ে ওপেন করতে আসেন তাদের নিয়মিত দুই ওপেনার মুমিনুল হক ও লেন্ডল সিমন্স। দু'জনে মিলে গড়ে ফেলেন ২৩ রানের জুটি। তবে এ জুটিকে বেশিদূর আগাতে দেননি কুমিল্লার দলপতি মোহাম্মদ নবী। তুলে নেন ২ রান করা মুমিনুলের উইকেট।

এরপর রনি তালুকদারকে কোনো রান করার আগেই ফেরান আল-আমিন হোসেন। মুশফিকুর রহিমও ফিরে যান ১৬ রানে। তবে একপাশ আগলে খেলে যাচ্ছিলেন সিমন্স। কিন্তু বিধি বাম। হ্যামস্ট্রিংয়ের চোটে তিনি মাঠের বাইরে চলে গেলেন। ইনজুরিতে পরার আগে তিনি ছিলেন ২৩ বলে ৪০ রানে। ওটাই শেষপর্যন্ত রাজশাহীর হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

এরপর আর তেমন কোন ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। শেষ সময়ে ফরহাদ রেজার ২৫ রান করে কোনোমতে দলকে ১০০ রান পার করতে সাহায্য করেন।

বোলারদের মধ্যে মোহাম্মদ নবী ৩টি ও রশিদ খান ২টি উইকেট নিয়েছেন। ব্রাভো আর আল-আমিন একটি করে উইকেট পেয়েছেন।

এমএএন/এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।