শেষই হয়ে গেলো হাথুরু অধ্যায়

আরিফুর রহমান বাবু
আরিফুর রহমান বাবু আরিফুর রহমান বাবু , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৯ এএম, ১২ নভেম্বর ২০১৭

বাংলাদেশে ঘটনা ঘটার পর অনেক কিছুই জানা যায়। বোঝা যায়। এমনকি তার অনেক ডালপালাও গজায়। এ যেমন, চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ ইস্যু। ক’দিন যাবত বিপিএলের ব্যাট ও বলের জমজমাট লড়াই ছাপিয়েও জাতীয় দলের কোচ হাথুরুসিংহের পদত্যাগ ইস্যুই বড় হয়ে দেখা দিয়েছে দেশের ক্রিকেটে। যত আলাপ আলোচনা, জল্পনা-কল্পনা ও গুঞ্জন- সবই বাংলাদেশ জাতীয় দলের কোচ হাথুরুকে নিয়ে।

এরই মধ্যে জানা হয়ে গেছে, শ্রীলঙ্কান বংশোদ্ভূত হাথুরু পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন বিসিবিতে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবেই জানিয়েছেন তার পদত্যাগ পত্র পাঠানোর কথা। তবে হাথুরু উপাখ্যান শেষ কি-না? তা জানাননি বোর্ড প্রেসিডেন্ট। বরং বোর্ড থেকে বারবার বলা হচ্ছিল, ‘হাথুরুসিংহেকে বাংলাদেশে আসতে বলা হয়েছে। বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন তার সঙ্গে ফোনে কথা বলে তাকে বাংলাদেশে আসার কথাও বলেছেন।’

আগেরদিনই বিসিবি মুখপাত্র, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে এমন খবরই জানিয়েছেন। তিনি আরও জানিয়েছিলেন, ‘হাথুরুর সঙ্গে বিসিবি সিইওর কথা হয়েছে। তাকে বাংলাদেশে আসতে বলা হয়েছে। হাথুরু আসলে কথা বার্তা হবে। তারপর বলা যাবে হাথুরু উপাখ্যান সত্যি সত্যিই শেষ হচ্ছে কি না, নাকি তিনি থাকবেন। আর তিনি যদি না আসেন, তাহলে ধরে নেবো, হাথুরু সত্যিই বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছেন বা দিতে চাচ্ছেন।’

জালাল ইউনুস এমন কথা বলার ২৪ ঘন্টা না যেতেই মিলেছে আসল খবর। সেই আসল খবর হলো, ‘সত্যি সত্যি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হাথুরুসিংহের যাবতীয় সম্পর্ক শেষ। এ লঙ্কান আর বাংলাদেশ জাতীয় দলকে কোচিং করাবেন না। বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে এ কথা এখনও জানানো হয়নি। তবে ভেতরের খবর হলো, হাথুরুসিংহে আর বাংলাদেশে আসবেন না। কোচিংও করাবেন না।’

বিসিবি এ খবর এখনো আনুষ্ঠানিকভাবে না জানালেও একদম ভিতরের খবর, ‘হাথুরু ইস্যু শেষ। তিনি আর বাংলাদেশকে কোচিং করাচ্ছেন না- এটা এখন পুরোপুরি নিশ্চিত।’

এদিকে হাথুরুসিংহে যে বাংলাদেশের সঙ্গে সব রকম ক্রিকেটীয় সম্পর্ক চুকিয়ে ফেলছেন, তার আরও একটা প্রমাণ মিলেছে। হাথুরু তার টুইটার ওয়াল থেকে বাংলাদেশ চ্যাপ্টার তুলে ফেলেছেন। বিসিবির একাধিক দায়িত্বশীল কর্তার কাছে হাথুরু ইস্যু সম্পর্কে জানতে চাওয়া হলে, তারা কেউ কোনরকম আনুষ্ঠানিক মন্তব্য দিতে রাজি হননি। তবে বিষয়টি এখন বোর্ড পরিচালকদের প্রায় সবাই জেনে গেছেন।

এআরবি/আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।