বিপিএলে সাকিবের নতুন মাইলফলক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ এএম, ১২ নভেম্বর ২০১৭

সিলেট পর্ব শেষে দুইদিন বিরতি দিয়ে ঢাকায় ফিরেছে বিপিএলে। প্রথম দিনই সিলেটের বিপক্ষে মাঠে নামে ঢাকা ডায়নামাইটস। এ ম্যাচেই ব্যাট হাতে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।

বিপিএলের ঢাকা পর্বে মাঠে নামার আগে মাইলফলক থেকে ছিলেন মাত্র পাঁচ রান দূরে। মিরপুরে শেরেবাংলায় সিলেটের বিপক্ষে নাসিরের বল পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে এক হাজার রান পূর্ণ করলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এর আগে এ রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম (১১৯৪), মাহমুদউল্লাহ রিয়াদ (১১১৯) ও তামিম ইকবাল (১০২৬)।

তবে বিপিএলের একটি জায়গায় সাকিব ব্যতিক্রম। হাজার রান ও ৫০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার ঢাকা ডায়নামাইটসের এই অধিনায়ক। ব্যাট হাতে হাজার রান আজ (শনিবার) পূর্ণ করলেও চতুর্থ আসরে ৫০ উইকেট নেওয়ার কোটা পূর্ণ করেন সাকিব। ৬০ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন চলতি আসরে তারই সতীর্থ কেভিন কুপার।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।