স্ট্রাইক রেট বাড়ানোই মুমিনুলে লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১১ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্রথম বাংলাদেশি হিসেবে হাফ সেঞ্চুরি করেছেন মুমিনুল হক সৌরভ। যদিও ভাল ব্যাটিং করেছিলেন আগের দুই ম্যাচেও । তবুও এই ভাল করাকে নিজেই মেনে নিতে চাইছেন না রাজশাহীর এই ব্যাটসম্যান। তিনি চান, রান করার পাশাপাশি স্ট্রাইক রেটটা যেন বাড়াতে পারেন। তাহলে বড় ইনিংস খেলতে পারবেন তিনি।

এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘গত বছর আমি ভাল খেলেছি; কিন্তু স্ট্রাইক রেট এত ভাল ছিল না। এবারও যদি আমি ওই রকম খেলি, তাহলে আমার উন্নতি হচ্ছে না। একই রকম খেলা হচ্ছে। এবার আমার লক্ষ্য স্ট্রাইক রেটটা বাড়িয়ে বড় ইনিংস খেলার।’

হাফ সেঞ্চুরিটা নিন্দুকদের চাপে নয় বরং স্বাভাবিক খেলা থেকেই হয়েছে বলে মনে করেন তিনি। মুমিনুলের মতে, ‘আমি আমার নিজের মতই আছি। আসলে তেমন কিছু না । ৪০-৫০ করাটা নিজের উপরে। আপনি যেভাবে টার্গেট সেট করবেন, সেভাবেই খেলবেন। অভ্যাস করা উচিৎ এভাবে খেলার।’

রংপুরের অধিনায়ক বলেছেন টস জিতে ফিল্ডিং নেয়া উচিৎ ছিল- তার কথার সাথে সহমত পোষণ করে মুমিনুল বলেন, ‘মাশরাফি যেটা বলছে, সেটা আমার কাছেও ঠিক মনে হয়। মিরপুরের উইকেটে প্রথমে ৫-৬ ওভার একটু বল করতে পারলে হেল্প পাওয়া যায়। দ্বিতীয় ইনিংসে মনে হইছে উইকেট ফ্ল্যাট হয়ে গেছে। সেই সুযোগটা আমি পেয়েছি। সিমন্সও ভাল ব্যাটিং করছে।’

সিমন্স প্রথমে রয়ে-সয়ে কেন খেলেছে তার জবাবও দেন রাজশাহীর এই ওপেনার। সিমন্স সম্পর্কে তিনি বলেন, ‘ওদের (সিমন্স) দেশের উইকেট এক রকম, আর আমাদের দেশের উইকেট অন্যরকম। তাই ওর একটু সময় লাগছিল সেট হতে। বাংলাদেশের মধ্যে মিরপুরের উইকেট আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। আমার মনে হয়, এ কারণে ও সময় নিচ্ছিলো। ২-৩ ওভার পরে উইকেট বোঝার পর হাত খুলে খেলতে শুরু করে।’

মালিঙ্গার বলে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করেন মুমিনুল। তবে সেটি ছক্কা হবে বলে ভাবেননি তিনি। ছক্কাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করেছি বাউন্ডারি লাইনের একটু আগে পড়বে; কিন্তু ছক্কা হয়ে গেছে। শুকরিয়া আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ।’

জাতীয় দলে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে হালকা হেসে মুমিনুল বলেন, ‘বিষয়টি এড়িয়ে যাওয়াই ভালো।’

এমএএন/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।