হাথুরু ইস্যুতে ক্রিকেটারদের কথা বলায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১০ নভেম্বর ২০১৭

দুই জুনিয়র ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান দুপুরে মিডিয়ার সাথে চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের বিষয়ে কথা বলে ফেললেও মাশরাফি, মুশফিক, তামিম , সাকিব ও মাহমুদউল্লাহর মত সিনিয়র ক্রিকেটাররা নিরব। কারো মুখে একটি কথাও নেই।

বার বার কথা বলার চেষ্টা করেও ব্যর্থ মিডিয়া কর্মীরা। ফোন করেও কারো প্রতিক্রিয়া জানা যায়নি।
আজ সন্ধ্যায় মাশরাফি বিন মুর্তজার প্রতিক্রিয়া জানতে জাগো নিউজের পক্ষ থেকে টেলিফোন করা হলে মাশরাফি হাথুরুসিংহের পদত্যাগের বিষয়ে একটি কথাও বলতে রাজি হননি।

মাশরাফি জানান, বিসিবি প্রধান পাপন ভাই হাথুরু ইস্যুতে আমাদের ক্রিকেটারদের কথা বলতে ‘না’ করে দিয়েছেন। তিনি গতকাল বিকেলেই জানিয়ে দিয়েছেন, হাথুরু ইস্যুতে যেন ক্রিকেটাররা কোনোরকম মন্তব্য করা থেকে বিরত থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ ইস্যুতে কথা বলতে সত্যিই নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সেই কারণেই ক্রিকেটারদের মুখ বন্ধ। কেউ কোনো কিছু বলছেন না।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।