শূন্য রানে ১০ উইকেট!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৯ নভেম্বর ২০১৭

শূন্য রান দিয়ে ১০ উইকেট! হ্যাঁ, এমন বিস্ময়কর রেকর্ড গড়েছেন ভারতের এক তরুণ বোলার। ভাওয়ার সিং টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিশা ক্রিকেট একাডেমির হয়ে পার্ল একাডেমির বিপক্ষে খেলতে নেমে শূন্য রানে ১০ উইকেট নেন ১৫ বছর বয়সী আকাশ চৌধুরী।

ঘটনাটা ভারতের জয়পুরের ভাওয়ার সিং টি-টোয়েন্টি টুর্নামেন্টে। দিশা ক্রিকেট একাডেমির বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পার্ল একাডেমি। নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান তোলে দিশা ক্রিকেট একাডেমি।

জবাবে ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আকাশ চৌধুরীর তোপে মাত্র ৩৬ রানেই অলআউট হয়েছে পার্ল একাডেমিকে। বামহাতি এ পেসার দশ উইকেট তুলে নেন কোনো রান খরচ না করেই। আকাশ তার প্রথম তিন ওভারে নেন দুটি করে উইকেট। আর চতুর্থ ওভারে হ্যাট্রিকসহ চার উইকেট নেন। ম্যাচ শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৪-৪-০-১০।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।