এবার জরিমানাই করা হলো নাসিরকে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা সিলেট থেকে
প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৮ নভেম্বর ২০১৭

সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন টানা তিন জয়ে যেন আকাশে উড়ছেন। তবে কথায় বলে সু-সময়ের পাশাপাশি কিছুটা খারাপ সময়ও আসে। তেমন ঘটনাই ঘটেছে নাসির হোসেনের ভাগ্যে।

প্রথম ম্যাচে ছয় মিনিট বিলম্বে টস করতে আসায় সিলেট সিক্সার্সের অধিনায়ককে সতর্ক করে দেয়া হয়েছিল। আর গতকাল (মঙ্গলবার) তৃতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে তার (নাসিরের)। রাজশাহীর বিপক্ষে দারুণ এক জয় পেলেও, জরিমানা হিসেবে নাসিরের ম্যাচ ফি থেকে ২০ ভাগ কেটে নেয়া হবে তার।

শুধু নাসিরকেই নয়, জরিমানা করা হয়েছে তার ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্সের বাকি ক্রিকেটারদেরও। তাদেরও ম্যাচ ফির ১০ ভাগ করে কেটে নেয়া হবে।

সিলেট দলটির ওপর দিয়ে জরিমানা আর সতর্কের খাঁড়া কাটছেই না। প্রতিটি ম্যাচেই কিছু না কিছু ঘটছে। প্রথম ম্যাচে নাসিরকে সতর্ক করা হলো, দ্বিতীয় ম্যাচে অসদাচরণের জন্য সাব্বিরকে জরিমানা আর শেষ ম্যাচে তো পুরো দল আর দলের অধিনায়ককেই জরিমানার কবলে পড়তে হলো!

এআরবি/এমএএন/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।