অলিখিত ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪১ এএম, ০৭ নভেম্বর ২০১৭

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয়ের পর দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সমতায় ফেরে নিউজিল্যান্ড। তাই শেষ ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। সিরিজ নির্ধারণই ম্যাচে আজ কেরালার ত্রিভান্দামের গ্রিনফিল্ড স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দাপট দেখিয়ে জিতেছিল ভারত। তাদের দেয়া ২০৩ রানের পাহাড় অতিক্রম করতে পারেনি নিউজিল্যান্ড। ৫৩ রানে হেরে যায় তারা। ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই কিউইদের তুলনায় অনেক এগিয়ে ছিল ভারত।

কিন্তু দ্বিতীয় ম্যাচেই ভারতকে দারুণভাবে চাপে ফেলে ম্যাচ জিতে নেয় কিউইরা। কলিন মুনরোর সেঞ্চুরি ও ট্রেন্ট বোল্টের ৪ উইকেট জয় নিশ্চিত করে নিউজিল্যান্ডের। ১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪০ রানের হার মেনে নেয় ভারত।

তবে সিরিজের তৃতীয় ম্যাচে নিয়ে রয়েছে শঙ্কা। ৫৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন গ্রিন ফিল্ড স্টেডিয়ামে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো ক্রিকেট ম্যাচ। মাঠ প্রস্তুত হলেও আছে বৃষ্টির শঙ্কা। মাঠের ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায়, বৃষ্টি হলেও খেলা পণ্ড হবার সম্ভবনা নেই বলেই আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

এদিকে অবসরে যাওয়া আশিষ নেহরার জায়গায় সু্যোগ পেয়ে ভালো কিছু করতে পারেননি মোহাম্মদ সিরাজ। শেষ ম্যাচে তাকে দলে নাও দেখা যেতে পারে।

অন্যদিকে দারুণ ফর্মে আছেন কলিন মুনরো-টম লাথামরা। শেষ ম্যাচেও তাদের দিকে তাকিয়ে থাকবেন কিউই অধিনায়ক।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।