চলছে শেরে বাংলার উইকেটের শেষ প্রস্তুতি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৬ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্রথম পর্ব এ প্রথমবারের মতো শুরু হয়েছে সিলেট থেকে। ইতোমধ্যেই সিলেটের পর্বের প্রথম ভাগের খেলা শেষ। আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হবে দ্বিতীয় ভাগ। শেষ হবে বুধবার। এরপর আগামী ১১ নভেম্বর থেকে ঢাকার হোম অব ক্রিকেট শেরে বাংলা ক্রিকেট গ্রাউন্ডে বসবে এবারের বিপিএলের দ্বিতীয় পর্ব।

এরই মধ্যে প্রায় শেষ করে আনা হয়েছে ঢাকার মাঠের সব প্রস্তুতি। চলছে তুলির শেষ পোঁচ দেয়ার কাজ। শেষ সময়টা ব্যয় হচ্ছে উইকেট প্রস্তুতিতেই। যদিও উইকেট ঢেকে রাখা হয়েছে চটের কার্পেট দিয়ে। তবে সবুজ হয়ে উঠেছে আউটফিল্ড।

বলা হচ্ছিল, বিপিএলে রান বাড়ানোর জন্য এবার উইকেটকে ব্যাটিং স্বর্গ বানানো হবে। তবে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না, উইকেট কেমন হচ্ছে। কারণ উইকেট যে এখনও পুরোটাই ঢাকা। যদিও আউটফিল্ডে যে কিছুদিন আগের দুষরভাব, সেটা এখন আর নেই।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া সিরিজের পর শেরেবাংলার মাঠ প্রস্তুত না থাকার অভিযোগ তুলে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জরিমানা করেছিল।

এমএএন/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।