এশিয়া কাপ মিশন শেষ পেসার মিশুর

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৬ নভেম্বর ২০১৭

ইয়াসিন আরাফাত মিশু অনুর্ধ্ব-১৯ দলের পেস অলরাউন্ডার। বাংলাদেশে পেস বোলার অলরাউন্ডারের সংখ্যা খুবই কম। সেখানে অনুর্ধ্ব-১৯ দলের এই অলরাউন্ডারই আশা জাগাচ্ছিলেন সবাইকে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রঞ্চাইজি চিটাগং ভাইকিংসে নামও লিখেছেন এই যুবা। যদিও তিনি প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে মালোয়শিয়াতে যুব এশিয়া কাপে অংশ নেয়ার জন্য; কিন্তু কপাল খারাপ হলে যা হয়, নেপালের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে কোমরে ব্যাথা পেয়ে তিনি ছিটকে গেছে এশিয়া কাপ থেকিই।

এশিয়া কাপ খেলতে না পারার কষ্ট কিছুটা হলেও কাজ করছে এই পেস বোলারের মধ্যে। সে সম্পর্কে মিশু জাগো নিউজকে বলেন, ‘আসলে বুঝিনি ব্যাথাটা পাবো। আমি স্কোয়াডে ছিলাম; কিন্তু শেষ পর্যন্ত ইঞ্জুরির জন্য আর যাওয়াই হচ্ছে না।’

তবে বিপিএলে ঢাকা পর্ব থেকেই চিটাগাং ভাইকিংসের হয়ে খেলার ব্যাপারে আশাবাদী এই যুবা। তিনি বলেন, ‘আমি এখন ৮০ ভাগের মত সুস্থ। আজও (সোমবার) বল করেছি। আশা করছি ঢাকা পর্বের শেষ দিক থেকেই বিপিএল খেলতে পারবো।’

তবে মিশু না থাকায়, মালয়েশিয়ায় অনুর্ধ্ব-১৯ দল কিছুটা ব্যাকফুটে থাকবে বলে মনে করেন বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কাওসার আহমেদ। তবে তিনি মনে করেন, অন্য বোলার দিয়ে সে ঘাটতি পুষিয়ে নেয়া যাবে।

এমএএন/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।