বাংলাদেশে এসে ক্রিকেট শিখলো নেপাল যুব দল!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩ এএম, ০৬ নভেম্বর ২০১৭

বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল নেপাল অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে তারা হেরেছে ২-১ ব্যবধানে। তবে সিরিজ হারলেও এ সফরকে যুব এশিয়া কাপের শিক্ষা হিসেবেই দেখছে নেপাল যুবা দল। কারণ, যুবা এশিয়া কাপেও যে নেপালের প্রতিপক্ষ বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের ভুলগুলো শুধরে এশিয়া কাপে ভালো কিছু করতে চান নেপাল যুবা দলের কোচ ভিনোদ রায়। তিনি বলেন, ‘এটা আমদের জন্য ভালো একটা শিক্ষা ছিল। আমরা এ সিরিজ থেকে ভালো শিক্ষা নিয়েছি, যেটা এশিয়া কাপে কাজে লাগাতে চাই।’

jagonews24

একই সুর ছিল সহ-অধিনায়ক সন্দিপ লামিছানের কণ্ঠেও । সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আমাদের পর্যাপ্তটা দিতে পারিনি। এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলা। আশা করি সেটাতে আমরা সেরাটা দিয়েই জিতবো।’

তবে সন্দিপ মনে করেন, হারা-জেতাটা বড় বিষয় না। তার মতে, ‘এটা আমদের জন্য ভালো সুযোগ। জয় কিংবা পরাজয় খেলারই একটা অংশ। কী পেলাম আমরা এ সিরিজ থেকে সেটাই আমাদের মূল লক্ষ্য। আমার মনে হয় আমরা আমদের স্বাভাবিকটাই খেলেছি।’

নেপালি ব্যাটসম্যান রোহিত পাউডেল মনে করেন, উইকেটের বিস্তর ফারাকের কারণেই তারা সিরিজ হেরেছেন। তার মতে, ‘বাংলাদেশের যে উইকেটে আমরা খেলেছি, সেটা ছিল ব্যাটিং উইকেট। আর আমরা খেলি স্পিন উইকেটে। ফলে কিছুটা সমস্যায় পড়েছিলাম। আমরা সিরিজ হারা নিয়ে ভাবছি না, কারণ আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপ।’

jagonews24

নেপালের ক্রিকেট নিয়েও কথা বলেন দলটির কোচ ভিনোদ রায়। তিনি বলেন, ‘আমাদের নেপালের ক্রিকেট এগুচ্ছে। তবে খুব ধীরে ধীরে। খুব দ্রুত আমরা এগুতে পারছি না। ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা রয়েছে। সে কারণে কাঙ্ক্ষিত উন্নতিটা হচ্ছে না।’

সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমির সামনে বসেই কথা বলেন নেপালি ক্রিকেটার এবং কোচ। এরপরই টিম বাসে করে বিমান বন্দরের দিকে ছোটেন। দুপুর তিনটা যে দেশে যাওয়ার ফ্লাইট ধরতে হবে তাদের!

এমএএন/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।