চিটাগাং যেন ভাঙাহাট

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৩ নভেম্বর ২০১৭

চিটাগং কিংস দলটা একটা পর্যায়ে মনে হচ্ছিল বিক্রি হয়ে যাচ্ছে; কিন্তু শেষ পর্যন্ত বর্তমান মালিক দল এবারও রাখলেন। তবে অন্যবারের মত শক্তিশালী দল আর গড়লেন না। গড়লেন নড়বড়ে একটি দল। যা নিয়েই তারা লড়তে চায় পঞ্চম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

প্রতিবার শক্তিশালী দল গড়েও ভাল কিছু করতে পারেনি বন্দর নগরী চট্টগ্রাম। তাই এবার হয়তো এমন দল। তারা ছেড়ে দিয়েছে ঘরের ছেলে তামিম ইকবালকেও। এবার তাদের আইকন সৌম্য সরকার।

সৌম্যই এখন এই দলের সবচেয়ে বড় ভরসা। কারণ টানা ব্যার্থতার পর দক্ষিণ আফ্রিকা সিরিজে টি-টোয়েন্টিতে কিছুটা জ্বলে উঠেছেন এই বাঁ-হাতি ওপেনার। এবার বিপিএলেও সেই ছন্দটা তুলে আনতে পারলে হয়!

সৌম্যর পর দলটির অন্যতম তারকা বলা যেতে পারে এনামুল হক বিজয়কে। যদিও তিনি অনেকদিন ধরেই রয়েছেন জাতীয় দলের বাইরে। তবু চলতি জাতীয় ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান। এখন পর্যন্ত জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রানও তার।

এছাড়াও চট্টগ্রাম দলে রয়েছেন অফফর্মে থাকা জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। দলটিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট দলে থাকা আরেক পেসার শুভাশিষ রায়ও।

চট্টগ্রামের বিদেশীদের দলে ভেড়ানোটাও খুব একটা চমক দিতে পারেনি। বিদেশিদের মধ্যে বড় তারকাই দুই পাকিস্তানি-ইয়াসির আরাফাত আর মিসবাহ-উল-হক। এছাড়া রয়েছেন আফগান তারকা নজিবুল্লাহ জাদরান।

চিটাগাং ভাইকিংস
দেশি : সৌম্য সরকার (আইকন), এনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন, শুভাশিস রায়, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ তানবির হায়দার, ইরফান শুকুর, নাঈম হাসান।

বিদেশি : ইয়াসির আরাফাত, লুক রনকি, লিয়াম ডসন, নজিবুল্লাহ জাদরান, লুইস রিস, সিকান্দার রাজা, মিসবাহ-উল হক, দিলশান মুনাভিরা।

এমএএন/আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।