ভারতের জয় চাইবে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

পাকিস্তানের ক্রিকেট ভক্তরা ভুলেও নিশ্চয়ই এই কাজটা করেন না। এখন তারা যেটা করবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে সমর্থন দিলেই যে লাভবান হবেন তারা!

বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি দলগত র্যাংকিংয়ে এক নাম্বারে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট এখন ১২৫। এক পয়েন্ট কম নিয়ে (১২৪) কিউইদের কাঁধেই নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। বুধবার থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত জিতলে এক নাম্বারে উঠে যাবে তারা।

শ্রীলঙ্কাকে সদ্য সমাপ্ত সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের দুইয়ে উঠেছে পাকিস্তান। তাদের ঠিক পরেই আছে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড। পাঁচে ভারত।

১১৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে থাকা বিরাট কোহলির দল নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারাতে পারলে তাদের পয়েন্ট হবে ১২২। তখন নিউজিল্যান্ডের পয়েন্ট কমে হয়ে যাবে ১১৪। তাতে এখনকার ১২৪ পয়েন্ট নিয়েই এক নাম্বারে উঠে যাবে পাকিস্তান।

এমনকি তিন ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে জিতলেও নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে চলে আসবে পাকিস্তান। কেননা তখন কিউইদের রেটিং পয়েন্ট কমে দাঁড়াবে ১২১-এ।

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।