কুম্বলের সঙ্গে এমন আচরণ দুর্ভাগ্যজনক : দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩২ এএম, ৩০ অক্টোবর ২০১৭

ভারতীয় ক্রিকেটে কোচদের চেয়ে বেশি ক্ষমতাধর এখন ক্রিকেটাররা। বিরাট কোহলিদের অসন্তোষের শিকার হয়ে যেমন সরে যেতে অনিল কুম্বলের মত কোচকে। রবি শাস্ত্রী-কোহলি জুটিতে ভারতীয় দল এখন সাফল্য পাচ্ছে। কিন্তু কুম্বলের সঙ্গে যে আচরণটা করা হলো, সেটা কিছুতেই মানতে পারছেন না ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।

অধিনায়ক কোহলির সঙ্গে মানিয়ে চলতে না পারায় গত জুনে চ্যাম্পিয়ন ট্রফির পর একপ্রকার বাধ্য হয়েই ভারতের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কুম্বলে। একটা সময় তার সঙ্গে জাতীয় দলে খেলেছেন দ্রাবিড়। সাবেক সতীর্থকে ভারতীয় কোচের পদ থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দেয়ার বিষয়টিকে ভীষণ দুর্ভাগ্যজনক মনে করছেন তিনি।

ভারতের কিংবদন্তী লেগস্পিনার প্রাপ্য সম্মানটা পাননি মনে করছেন দ্রাবিড়। তার ভাষায়, ‘দিনশেষে, কি হয়েছে আমি সঠিক জানি না। তবে যাই হয়েছে, এভাবে হওয়া উচিত হয়নি। আমার মনে হয় পুরো বিষয়টা যেভাবে মিডিয়ার সামনে এসেছে, সেটা কুম্বলের জন্য ভীষণ, ভীষণ দুর্ভাগ্যজনক। এটা সঠিক আচরণ হয়নি।’

কুম্বলের মত একজন কিংবদন্তীকে এভাবে মূল্যায়ন করার আগে ভারতীয় ক্রিকেটে তার অবদান দেখা উচিত ছিল, মনে করছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘আমি এটা নিয়ে সরাসরি কিছু বলতে চাই না। তবে নিঃসন্দেহে এটা দুর্ভাগ্যজনক একটা ব্যাপার ছিল। বিশেষ করে কুম্বলের মত একজনের জন্য, যে কিনা ক্রিকেটের একজন কিংবদন্তী। আমার মনে হয়, ভারতকে সে যে পরিমাণ টেস্ট জিতিয়েছে আর কেউ সেটা পারেনি। কোচ হিসেবেও সে সফল একটি বছর কাটিয়েছিল।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।