টানা ৫ বলে ৫ ছক্কা হজম করলেন সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১০ পিএম, ২৯ অক্টোবর ২০১৭

লজ্জার রেকর্ড হয়নি। তবে বাংলাদেশের সর্বনাশ যা হবার হয়ে গেছে। এক ওভারেই ৫ বলে ৫ ছক্কা হজম করে লজ্জায় ডুবেছেন টাইগার দলের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

১৯তম ওভারে সাইফউদ্দিনকে এমন লজ্জা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ‘কিলার’খ্যাত ব্যাটসম্যান ডেভিড মিলার। তার প্রথম পাঁচ বলেই পাঁচটি ছক্কা মেরেছেন তিনি। মাত্র ৩৫ বলে সেঞ্চুরিও করে ফেলেছেন মিলার। শেষপর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ২৬ বলে ১০১ রান নিয়ে।

এক ওভারে অবশ্য ছয় ছক্কার রেকর্ডও আছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।