টি-টোয়েন্টিতে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৬ অক্টোবর ২০১৭

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেতে শ্রীলঙ্কাকে দিয়েছে হোয়াইটওয়াশের লজ্জা। তাই অনেকটাই ফুরফুরে মেজাজে থেকেই টি-টোয়েন্টি খেলতে নামবে ফখর জামান, বাবর আজম, সরফরাজরা।

এদিকে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো শ্রীলঙ্কা। সেই পারফরমেন্সের ধারাবাহিকতা ওয়ানডে সিরিজে ধরে রাখতে পারেনি লঙ্কানরা। মুদ্রার উল্টো পিঠ দেখে হোয়াইটওয়াশ হওয়ায় তাদের পরফরমেন্স নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। যদিও দলের সিনিয়র ক্রিকেটারদের ওপরই ভরসা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তাই আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।