সবাইকে উজ্জীবিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ : সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৬ এএম, ২৬ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের পর ওয়ানডেতেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ইনজুরিতে সফর শেষ না করেই দেশে ফিরেছেন দলের সেরা তারকা তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। সব মিলে দলের মানসিক অবস্থা নাজুক। টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে আপাতত সবাইকে উজ্জীবিত করাই অধিনায়ক সাকিবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব জানান, ‘আপাতত দলকে উজ্জীবিত করাই এখন আমার মূল দায়িত্ব। গুরুত্বপূর্ণ হচ্ছে দলটাকে কিভাবে মোটিভেট করা যায়। আমার পক্ষে তো কারও স্কিল ঠিক করে দেওয়া সম্ভব না। এমনকি কারও মন মানসিকতাও বদলে দেওয়া সম্ভব না। চেষ্টা করা যেতে পারে। কোন কথায় কাজ হয়ে গেলে সেটা ভালো। তবে এই দুটি ম্যাচ যেন আমরা দল হিসেবে খেলতে পারি এটাই আমার লক্ষ্য থাকবে।’

এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও নিজেদের পায়ের নিচে ঠিকমতো মাটি খুঁজে পায়নি বাংলাদেশ। আবারও অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করা সাকিব মনোযোগী টি-টোয়েন্টিতে নিজেদের প্রতিষ্ঠিত করার দিকে। সাকিব বলেন, ‘এ ফরম্যাটের ক্রিকেটে আমাদের এখনও অনেক দূর যেতে হবে। অন্যান্য দলের মতো আমাদের তেমন ‘বিগ হিটার’ নেই। তাই আমাদের প্রতিটি কাজ করতে হবে নিখুঁতভাবে। কোথাও কোনো ছাড় দেওয়া যাবে না। দিলে আমাদের জেতার সুযোগ অনেকটাই কমে যাবে।’

উল্লেখ্য, টেস্ট আর ওয়ানডে সিরিজের ওই খারাপ পারফরমেন্সের রেশ না মিটতেই এসে গেছে টি-টোয়েন্টি সিরিজ। আজ শুরু দুই মাচের টি-টোয়েন্টি সিরিজ। ব্লুমফন্টেইনের ম্যাঙাউঙ্গ ওভালে বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে খেলা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।