ভুলকে শিক্ষা হিসেবে নিয়েছেন সাইফ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৫ অক্টোবর ২০১৭

অনুর্দ্ধ-১৯ দল যুব এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিলিটে আফগানিস্তানের যুবাদের সাথে একটি সিরিজ খেলেছিল। সিরিজে সম্পূর্ণ পরাস্ত হয়েছে টাইগার যুবারা। তবে দলের এমন বিপর্যয় থেকে ভাল কিছু শিক্ষা নেয়া হয়েছে বলেই মনে করেন দলীয় অধিনায়ক সাইফ হাসান।

আজ (বুধবার) অনুশীলন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

সিরিজের ভুলগুলো থেকে শিক্ষা নেয়া হয়েছে, না হলে ভুলগুলো বিশ্বকাপে হয়ে বসতো বলেই মনে করছেন সাইফ। তার মতে, ‘আমরা ভুল করেছি বলে, অনেক কিছু শিখেছি। আসলে সব ম্যাচ জিতে গেলে ভুলগুলো চোখে পড়তো না। দেখা যেত, বিশ্বকাপে গিয়ে ভুলগুলো করে ফেলতাম। আর ফলও হতো খুব খারাপ।’

সিরিজে খারাপ হবার জন্য টপ অর্ডারকেই দুষলেন অধিনায়ক। তিনি বলেন, ‘অবশ্যই আফগান ক্রিকেট অনেক উন্নতি করেছে। তবে আমরাও বাজে ক্রিকেট খেলেছি। মানতে হবে ওরা ভাল ক্রিকেট খেলছে। আমাদের টপঅর্ডার যদি ভাল করতে পারতো, তাহলে আমাদের জন্য একটু ইজি হতো।’

সিরিজে বারবার ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়েও কথা বলেন সাইফ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু আমাদের টপঅর্ডার ব্যর্থ হচ্ছিলো, তাই ভাল একটা কম্বিনেশন পাওয়ার জন্য বারবার ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হচ্ছিল। যেটা আমাদেরকে ভাল ফল দিয়েছে এবং সামনেও দিবে।’

সিরিজের ভুলগুলো দ্রুত শুধরে নিতে চান সাইফ। আর সিক্স এ সাইড লিগ আর নেপাল সিরিজেই ভুল শুধরে ভালভাবে ফিরতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আফগানিস্তান সিরিজে যে সকল ভুল করেছি তা এখন শোধরানোর চেষ্টা করছি। সিক্স এ সাইড খেলতে যাবো, সেটাও একটা প্রস্তুতি হবে আমাদের। আর কয়েকদিন পর নেপাল আসবে সিরিজ খেলতে; সেটা হবে আমাদের এশিয়া কাপ আর বিশ্বকাপের ভাল প্রস্তুতি।’

তবে হাসিমুখে এই যুবা দলপতি মেনেই নিলেন, ভুল দলের সবাই মিলেই করেছেন। আর সেটা মৃদু হেসেই বললেন, ‘এই সিরিজে আমরা সবাই মিলে খারাপ করেছি, আমাদের ফুল টিম এটার জন্য দায়ী। আশা করি ভুল শুধরে আমরা ফিরে আসবো আবার।’

এমএএন/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।