ভারতের বিপক্ষে নতুন ইতিহাসের হাতছানি নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৫ অক্টোবর ২০১৭

নিজেদের ইতিহাসে কখনোই ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড নেই নিউজিল্যান্ডের। তবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয়ের পর সেই অধরা সিরিজ জয়ের হাতছানি নিউজিল্যান্ডের সামনে।

অন্যদিকে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই কোহলিদের। এমন সমীকরণ নিয়ে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। আজ (বুধবার) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজের প্রথম ওয়ানডেতে বোল্ট-সাউদির বোলিং তোপে এক কোহলি ছাড়া ভারতের আর কেউই সুবিধা পারেনি। ফলে উড়তে থাকা ভারত ৬ উইকেটের হারের স্বাদ পায়। এবার তাদের সামনে সিরিজ খোয়ানোর শঙ্কা। এদিকে এ ম্যাচে ব্যাটিং শক্তি বাড়াতে ফিরতে পারেন মানিশ পাণ্ডে। এছাড়া ওপেনিংয়ে ধাওয়ানের স্থানে দেখা যেতে পারে অভিজ্ঞ রাহানেকে।

অন্যদিকে প্রথম ম্যাচে ব্যাটে-বলে দারুণ খেলা ব্ল্যাকক্যাপসরা চাইবে এ ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে। এই ম্যাচ জিতলেই তারা গড়বে নতুন ইতিহাস।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।