সুপার ফোরের লক্ষ্য নিয়ে অনুশীলনে রংপুর

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৫ অক্টোবর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি হিসেবে সবার আগে মাঠের অনুশীলন শুরু করলো রংপুর রাইডার্স। আজ (বুধবার) বিসিবির একাডেমিক মাঠে সকাল থেকে দেশি ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে নেমেছে দলটির অস্ট্রেলিয়ান কোচ টম মুডি।

অনুশীলনে নামার আগে মুডি সুপার ফোরে খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বেশ ভালো ব্যালেন্স টিম গড়েছি। স্থানীয় তারকা খেলোয়াড়দের পাশাপাশি আমাদের বিদেশি তারকা ক্রিকেটারও রয়েছে। আমাদের এখন প্রধান লক্ষ্য সুপার ফোরে খেলা।’

একই কথাই বললেন দলটির সিইও ইশতিয়াক সাদেক। তিনি বলেন, ‘আমাদের দলটি বেশ ব্যালেন্সড। আর লক্ষ্য এখন সুপার ফোরে খেলা।’

মাশরাফির নেতৃত্বে রংপুর এবার মাঠে নামছে। দলটিতে রয়েছে গেইল, ম্যাককালাম ও মালিঙ্গার মত বিদেশি ক্রিকেটার। এছাড়াও রয়েছে দেশি বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার।

অনুশীলনে প্রধান কোচ উপস্থিত থাকলেও, বিদেশি খেলোয়াড়রা কাল (বৃহস্পতিবার) থেকে আসতে শুরু করবেন। তবে অনুশীলনে ছিলেন না মাশরাফি।

এমএএন/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।