মোস্তাফিজ ভালোভাবেই ফিরবে : ওয়াকার ইউনুস

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৪ অক্টোবর ২০১৭

বেশ কিছুদিন ধরেই ছন্দে নেই বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। এ নিয়ে সমালোচকদের তীরেও বিদ্ধ হচ্ছেন তিনি। এরই মধ্যে আবার ইনজুরিতে পড়েছেন তিনি। তবে বাংলাদেশের এই পেসার ভালোভাবেই ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও সাবেক কোচ ওয়াকার ইউনুস।

আজ (মঙ্গলবার) সিলেটে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মোস্তাফিজ বেশ প্রতিভাবান বোলার বলেও উল্লেখ করেন তিনি।

মোস্তাফিজ সম্পর্কে এই পাকিস্তানি বলেন, ‘মোস্তাফিজ বেশ ভালো মানের বোলার। কিছুটা খারাপ সময় যাচ্ছে তার। তবে সে দ্রুতই ভালোভাবে ফিরে আসবে।’

দেশের বাইরে বেশি বেশি ম্যাচ না খেললে দল সেভাবে আগাতে পারে না বাইরের কন্ডিশনে এমনটাই দাবি করেন ওয়াকার। ফলে বাংলাদেশকে আরও বেশি করে দেশের বাইরে ম্যাচ খেলার ব্যাপারেও তাগিদ দেন এই সাবেক ফাস্ট বোলার। তিনি বলেন, ‘বেশি বেশি দেশের বাইরে ম্যাচ খেললে বাইরের কন্ডিশন আর উইকেটের সঙ্গে মানিয়ে নেয়া যায়। সেদিক থেকে বাংলাদেশের উচিত বাইরের মাটিতে আরও ম্যাচ খেলা।’

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে গিয়ে এই সাবেক পেসার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সবসময়ই বোলারদের জন্য বেশ কঠিন কন্ডিশন। সেখানে মাত্র দুটি টেস্ট খেলেই কোন বোলারের সেরা হওয়া সম্ভব নয়। সেখানে অনেক ম্যাচ খেলার দরকার পরে।’

বাংলাদেশের কোচ হওয়ার সুযোগ পেলে হবেন কি না? মজার ছলে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরও মজা করেই দিয়ে দিলেন। বললেন, ‘আমি জানি না, তবে এমন সুযোগ আসলে হয়তো ভেবে দেখবো।’

এমএএন/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।