জোরেসোরেই চলছে যুবাদের প্রস্তুতি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২৩ অক্টোবর ২০১৭

অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিলেটে আফগান যুবাদের সাথে সিরিজ খেলেছিল সাইফ-অনীকরা। সে সিরিজ বাংলাদেশের যুবারা হেরে গিয়ে কিছুটা ভেঙ্গে পরেছিল। কারণ মালোয়শিয়াতে অনুষ্ঠিত যুব এশিয়া কাপের আগে আর কোন প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ তারা পাবে না।

তবে হতাশা কাটিয়ে প্রধান কোচ ড্যামিয়েন রাইটের অধীনে কঠোর অনুশীলনে মন দিয়েছে যুবারা। সকাল থেকেই কঠোর রোদ উপেক্ষা করে বিভিন্ন ধরনের অনুশীলন করে যাচ্ছে তারা।

তাদের শরীরী ভাষাই বলছে তারা বেশ সিরিয়াস। শারীরিক ব্যায়াম ছাড়াও তারা সেরে নিয়েছে ব্যাটিং-বোলিং। নাকের ব্যথা থেকে সেরে উঠায় অনুশীলনে যোগ দিয়েছেন অধিনায়ক সাইফ হাসানও।

এমএএন/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।