এবারও বিপিএলের টাইটেল স্পন্সর আবুল খায়ের গ্রুপ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ২২ অক্টোবর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হতে আর কয়েকদিন বাকি। ৪ নভেম্বর শুরু হবে বিপিএলের মাঠের লড়াই। আর গতবারের মতোই এবারও বিপিএলের টাইটেল স্পন্সর হচ্ছে আবুল খায়ের গ্রুপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসবি) একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে।

তবে কত টাকায় তারা (আবুল খায়ের গ্রুপ) বিপিএলের স্বত্ব কিনে নিয়েছে তা জানা যায়নি। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল (সোমবার) দুপুরে সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনেই জানা যাবে কত টাকায় এবারের বিপিএলের স্বত্ব বিক্রি হলো।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের জমজমাট পঞ্চম আসর শুরুর তারিখ নিয়ে কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তন করেছিল বিসিবি। পরিবর্তিত সূচি অনুযায়ী বিপিএল শুরুর নতুন তারিখ ৪ নভেম্বর জানানো হয়।

সিলেট থেকেই শুরু হবে এবারের বিপিএল। সিলেটের নতুন ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্সই উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ১২ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল।

এমএএন/এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।