ডি ভিলিয়ার্সের সাড়ে নয় হাজার

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২২ অক্টোবর ২০১৭

ক্রিকেটে এখন যে কয়জন দানব ব্যাটসম্যান আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। অনেক কীর্তিই আছে তার নাম পাশে। আজ (রবিবার) বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেই ছুঁয়ে ফেলেছেন আরও একটি অসাধারণ মাইলফলক। ওয়ানডেতে সাড়ে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

আজকের ম্যাচে খেলতে নামার আগে ২২৪ ওয়ানডে খেলে এই ব্যাটসম্যানের সংগ্রহ ছিল ৯৪৯৫। ডু প্লেসি ইনজুরিতে পরে সাজঘরে ফিরে গেলে মাঠে আসেন ডি ভিলিয়ার্স। আর এক ওভার খেলেই পাঁচ রান সংগ্রহ করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

২০০৫ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া এই ব্যাটসম্যান এখন পর্যন্ত মোট ওয়ানডে খেলেছেন ২২৫টি। ওয়ানডেতে তার সর্বোচ্চ রানের ইনিংসটি এই বাংলাদেশের বিপক্ষেই ১৭৬। তার স্ট্রাইক রেট ১০১.০২। মোট হাফসেঞ্চুরি রয়েছে ৫৩টি আর সেঞ্চুরি ২৫টি।

এমএএন/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।