বাংলাদেশ-আয়ারল্যান্ডের তৃতীয় ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৮ এএম, ২১ অক্টোবর ২০১৭

কক্সবাজারে অনুষ্ঠিত বাংলাদেশ-আয়ারল্যান্ড 'এ' দলের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছিল ঠিক সময়ে, তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। পরের ম্যাচে আইরিশদের বিপক্ষে তিন উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। আর আজ (শনিবার) তৃতীয় ওয়ানডেতে এই দুই দলের মাঠে নামার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তৃতীয় ওয়ানডেও পরিত্যক্ত হয়েছে।

গতকাল (শুক্রবার) থেকেই সারাদেশে বৈরি আবহাওয়ার জন্য বৃষ্টি হচ্ছে। তার প্রভাব পড়েছে কক্সবাজারেও। ফলে কাল (শুক্রবার) দুই দলের কেউই অনুশীলন করতে পারেনি। আর আজ (শনিবার) মাঠে সকাল থেকে একটি বলও গড়াতে পারেনি। ফলে ম্যাচ আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আয়ারল্যান্ড ‘এ’ দল সানজামুল-আবুল হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৫ রান তুলতেই সব ক’জন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। লো স্কোরিং ম্যাচটিতে আইরিশদের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।

এমএএন/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।