এবার ১৭৩ রানে গুটিয়ে গেল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২০ অক্টোবর ২০১৭

সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজে একেবারেই সুবিধা করতে পারছে না শ্রীলংকা। পাকিস্তানী বোলারদের তোপে বারবারই ভেঙে যাচ্ছে তাদের ব্যাটিং দেয়াল। দুই ম্যাচ হাতে রেখে সিরিজ খুয়ানো লংকানরা শারজায় সিরিজের চতুর্থ ওয়ানডেতে গুটিয়ে গেছে ১৭৩ রানে।

পাকিস্তানের বোলারদের সামনে একাই বুক চিতিয়ে লড়েছেন লাহিরু থিরিমান্নে। না হয়, আরও বড় লজ্জায় পড়তে হতো শ্রীলংকাকে। ৯৪ বলে ৪ বাউন্ডারিতে ৬২ রানের এক ইনিংস খেলে আউট হন থিরিমান্নে। বাকি ব্যাটসম্যানদের কেউ ত্রিশের কোটাও পার হতে পারেননি।

বিজ্ঞাপন

একটা পর্যায়ে অবশ্য ৯৯ রানেই ৭ উইকেট খুইয়ে বসেছিল টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলংকা। দলের এই মহাবিপর্যয়ের মধ্যে হাল ধরে ছিলেন থিরিমান্নে। তার সঙ্গে ওপেনার নিরোশান ডিকওয়েলা ২২ আর শেষদিকে সুরাঙ্গা লাকমল করেন অপরাজিত ২৩ রান।

পাকিস্তানের পক্ষে ৩টি উইকেট নেন আগের ম্যাচেই ৫ উইকেট পাওয়া হাসান আলী। ২টি উইকেট করে নেন শাদাব খান আর ইমাদ ওয়াসিম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।