কোহলিকে টপকে শীর্ষে ফিরল ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২০ অক্টোবর ২০১৭

ইনজুরির কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে ছিলেন ডি ভিলিয়ার্স। অবশেষে বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে ফিরলেন। আর মাঠে ফিরেই দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছেন সিরিজ জয়ের স্বাদ। আর এর স্বীকৃতি স্বরূপ ফিরে পেলেন ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান। কোহলি-ওয়ার্নারকে টপকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। এ ইনিংস খেলার পথে ৬৮ বলে রান তিন অঙ্কে নিয়ে যান ডি ভিলিয়ার্স। আর শেষ ৩৬ বলে আসে আরও ৭৬ রান।

এদিকে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহীমেরও। ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৮ নম্বরে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে ২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে রয়েছেন পঞ্চম স্থানে উঠে এসেছে ডি কক। আর হাশিম আমলা দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন নবম স্থানে।

এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।