বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
![বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2017September/bcb-20171017201514.jpg)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকার ১৬৭ জনকে অপরিবর্তিতই রেখেছে নির্বাচন কমিশন।
আজ (মঙ্গলবার) বিসিবির সামনের বোর্ডে এই তালিকায় ঝুলিয়ে দেয়া হয়। খসড়া তালিকার মত চূড়ান্ত তালিকাতেও নেই সাবের হোসেন চৌধুরীর নাম। বারিধারা ড্যাজলারস থেকে নাম রয়েছে রিয়াজ আহমেদের।
উল্লেখ্য, নানা আইনি জটিলতার পর গত বৃহস্পতিবার আগামী ৩১ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিসিবির বোর্ড রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের পরই গণনা শেষ করা হবে। তবে ফল ঘোষণা হবে পরদিন বিকাল ৩টায়।
মোট ২৩টি ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্যটাগরি-১ এ পরিচালক পদে ১০জন, ক্যাটাগরি-২ এ পরিচালক পদে ১২জন এবং ক্যাটাগরি-৩ এ পরিচালক পদে ১জন।
২০ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২৫ অক্টোবর হবে মনোনয়নপত্র বাছাই এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রার্থীদের ব্যাপারে আপিল গ্রহণ এবং শুনানি। ২৯ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ থাকবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। এরপর একইদিন বেলা ১টায় ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ৩১ তারিখ অনুষ্ঠিত হবে নির্বাচন।
এমএএন/এমএমআর/এমএস