বৃষ্টিতে ভেসে গেল 'এ' দলের ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৭ অক্টোবর ২০১৭

একটা সময় আয়ারল্যান্ড 'এ' দল ভীষণ বিপদে ছিল। পরে সে বিপর্যয় কাটিয়ে লড়াকু পুঁজি দাঁড় করায় সফরকারিরা। জবাব দিতে নেমে শুরুটা দারুণ হলেও একটা সময় বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশও। এরপর বিপদ কাটিয়ে উঠেন জাকির হাসান। কক্সবাজারে সিরিজের প্রথম ওয়ানডেতে দুই দলের এভাবেই লড়াই চলছিল। এমন রোমাঞ্চে জল ঢেলে দিয়েছে বৃষ্টি।

২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছিল বাংলাদেশ। এরপরই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। শেষপর্যন্ত আর খেলা না হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।

টসে জিতে ব্যাটিং নিয়েছিল আয়ারল্যান্ড 'এ' দল। শুরুতেই মহাবিপর্যয়। টাইগার পেসারদের তোপে ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল সফরকারিরা। তবে শুরুর সে চাপ পরে ধরে রাখতে পারেননি বাংলাদেশ 'এ' দলের বোলাররা।

শন টেরির ৬৫ রানে ভর করে আইরিশরা ইনিংসের ৫ বল বাকি থাকতে গুটিয়ে যায় ২২৯ রানে। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন শুভাশীষ রায়, আবু হায়দার, আবুল হাসান রাজু আর তানভীর হায়দার।

জবাবে সাদমান ইসলাম ১৬ রান করার পর অধিনায়ক নাজমুল হাসান শান্ত (৩) আর নাদিফ চৌধুরী (১) অল্প রানে সাজঘরে ফিরলে কিছুটা বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ 'এ' দল। তবে জাকির হাসানের ব্যাটে (৩৩ বলে ৩৫ রান) সে বিপদ কাটিয়ে উঠে স্বাগতিকরা। এরপরই নামে বৃষ্টি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।