দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয় সর্বোচ্চ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ১৫ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহটা ছিল ২৫১ রানের। ২০০৭ সালে প্রভিডেন্স স্টেডিয়ামে ৮ উইকেট হারিয়ে এই পুঁজি গড়েছিল টাইগাররা। এবার তারা ছাড়িয়ে গেছে সেটিকে। আজ কিম্বারলিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে ২৭৮ রানের পুঁজি গড়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

প্রায় ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহের ম্যাচটি ৬৭ রানে জিতেছিল বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে ওইটাই ছিল বাংলাদেশের একমাত্র আড়াইশোর্ধ স্কোর। এবার দ্বিতীয়বারের মত আড়াইশ পার করলো টাইগাররা। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা দুইশ পার করা সংগ্রহ গড়লো পঞ্চমবারের মত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার দিন দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহীম। ১১৬ বলে ১১ চার আর ২ ছক্কায় তিনি শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ১১০ রানে। এটি প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের একমাত্র সেঞ্চুরি এবং ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরও।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।