প্রথম ওয়ানডেতে নেই মোস্তাফিজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৫৫ এএম, ১৫ অক্টোবর ২০১৭

দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আজ (রোববার) সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে কিম্বার্লিতে মাঠে নামার আগেই বড় এক ধাক্কা খেয়েছে টাইগাররা। অনুশীলনে পা মচকে যাওয়ায় প্রথম ওয়ানডে খেলবেন না টাইগারদের বোলিং আক্রমণের মূল অস্ত্র মোস্তাফিজুর রহমান

প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের না খেলা নিশ্চিত। অনুশীলনে ফুটবল খেলার সময় মোস্তাফিজের অ্যাংকেল মচকে যায়। আমরা এখনই বলতে পারছি না মোস্তাফিজ পরের ম্যাচে খেলতে পারবেন কি না। এখনও তার স্ক্যান করানো হয়নি। দ্বিতীয় ওয়ানডে খেলতে কেপ টাউনে যাওয়ার পর বলা যাবে সে খেলতে পারবে কি না।’

দুই বছর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে বল হাতে মূল ভূমিকা পালন করেন মোস্তাফিজ। তিন ম্যাচ সিরিজের লো স্কোরিং ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ে দারুণ অবদান রাখেন বাঁহাতি এই পেসার।

এআরবি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।