র‍্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৩ অক্টোবর ২০১৭

টেস্ট সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনক পারফরমেন্সের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আগামী ১৫ অক্টোবর (রোববার)। আর এ সিরিজেই র‍্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি থাকছে বাংলাদেশের।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে বাংলাদেশ সাতে। মাত্র এক পয়েন্ট বেশি ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে। ৮৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা রয়েছে অষ্টম স্থানে। তিন দলেরই ওয়ানডে সিরিজ রয়েছে। ফলে সুযোগ রয়েছে র‍্যাংকিংয়ে ওঠা-নামার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ র‍্যাংকিংয়ে ছয়ে ওঠার জন্য বাংলাদেশের একটা সুযোগ। সিরিজে বাংলাদেশ স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারাতে পারে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ১০০। টাইগাররা উঠে যাবে ষষ্ঠ স্থানে। বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯২।

অন্যদিকে শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারাতে পারে তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৯১। আর পাকিস্তানের পয়েন্ট হবে ৮৯। এই সমীকরণেও বাংলাদেশ র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠেতে পারে।

তাছাড়া বাংলাদেশ যদি প্রোটিয়াদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৫। আর যদি কোনোভাবে ২-১ ব্যবধানে মাশরাফি বাহিনী সিরিজ জিতে যায় তাহলে রেটিং পয়েন্ট হবে ৯৭। তাতে পাকিস্তানকে পেছনে ফেলে ছয়ে উঠতে পারবে বাংলাদেশ

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।