ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন পাপন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮ এএম, ০৯ অক্টোবর ২০১৭

মাত্র কিছুদিন আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় করলো যে দলটি, বছরের শুরুতেই যারা শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্ট জয় করে আসলো, এক দক্ষিণ আফ্রিকা সিরিজে বাজে পারফরম্যান্স করার কারণে সেই দলের ক্রিকেটারদের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি মনে করেন, ‘দক্ষিণ আফ্রিকায় খেলোয়াড়দের শরীরি ভাষা দেখে মনেই হয়নি তারা সেখানে অন্তত লড়াই করতে গিয়েছে। কিংবা তাদের দেখে মনেই হয়নি, যে তাদের মধ্যে জয়ের মনোভাব কাজ করছে।’

অথচ দক্ষিণ আফ্রিকার মত দেশে গিয়ে শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়দের, বিরেন্দর শেবাগদের নিয়ে গড়া দলও ২০১০ সালে ইনিংস ব্যবধানে পরাজয় বরণ করে এসেছিল। সর্বশেষ টেস্টে পাকিস্তান হেরেছে ইনিংস ব্যবধানে। শ্রীলঙ্কা সফর করেছে গত ডিসেম্বর-জানুয়ারিতেই। ৩ টেস্টে হেরেছে ২০৬ রানে, ২৪২ রানে, ইনিংস ও ১১৮ রানে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডেরমত দল গিয়ে দক্ষিণ আফ্রিকায় খাবি কায়। সেখানে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের এই বিপর্যয় তো কিছুটা অনুমিতই ছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, যেমন বিশ্বাস করেন ৬০ রানে ৬ উইকেট যাওয়ার দল বাংলাদেশ নয়, তেমনি মনে করেন, প্রথম থেকেই দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের বা লড়াকু কোন শরীরিভাষাই ঠিক ছিল না। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘৬০ রানে ৬টা উইকেট চলে যাওয়ার মত দল বাংলাদেশ নয়। তাদের খেলাটা দেখে কখনোই, শুরু থেকেই মনে হয়নি এই দুটো টেস্টে আমরা জেতার জন্য যাচ্ছি বা আমরা জিততে পারি এমন একটা বিশ্বাস তাদের আছে!’

তবে দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে জেতাটা খুব সহজ নয় বলেও মানেন বিসিবি বিগ বস। তার মতে, ‘বাস্তবতা হচ্ছে, আপনারা যদি চিন্তা করে দেখেন। দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলাটা আসলেই কঠিন। আপনারা যদি পাকিস্তানেরটা দেখেন, ওরাও গিয়ে ইনিংস ব্যবধানে হেরে এসেছে। অন্য দলগুলোও গিয়ে হেরে এসেছে। আসলে এই কন্ডিশনটা আমাদের জন্য একটু আলাদা। এত দিন ধরে তারা যে কন্ডিশনে খেলে অভ্যস্ত, দশ বছর পর দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলতে গিয়ে একটু সমস্যায় পড়ছে। এটা আমরা বুঝি।’

উল্লেখ্য, ব্লুমফন্টেইনে টেস্টের তৃতীয় দিনে লাঞ্চের পরপরই ইনিংস এবং ২৫৪ রানের ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। আর এই টেস্টেও হেরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ‘ধবল ধোলাই’ হল।

এমএএন/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।