২০১৯ বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের কোচ আর্থার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৮ অক্টোবর ২০১৭

পাকিস্তানের কোচ হওয়া চাট্টিখানি কথা নয়। কৌশলগত দিক শুধু নয়, মাঠের বাইরের অনেক বিপদ-আপদও সামলাতে হয় পাকিস্তানের কোচদের। এই জায়গাটায় বেশ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকান এই কোচের কাজে বেশ সন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

মিকি আর্থারের কোচিংয়েই বলতে গেলে নতুন এক দল নিয়ে ইংল্যান্ডে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাকিস্তান। কোচের বড় এই সাফল্য আলাদা করে নজর কেড়েছে পাকিস্তানী বোর্ড কর্তাদের। পিসিবির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে আর্থারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

২০১৬ সালের মে মাসে আর্থারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছিল পিসিবি। এবার এই চুক্তিটা বাড়ল ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। জানা গেছে, আর্থারের সঙ্গে চুক্তি বাড়তে পারে দলের অন্যান্য কোচিং স্টাফদেরও। এদের মধ্যে আছেন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার, বোলিং কোচ আজহার মাহমুদ এবং ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।