খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন ইমরুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৬ অক্টোবর ২০১৭

অলরাউন্ডার সাকিব আল হাসান নেই এই সিরিজে। চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরই মধ্যে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা বাড়ল আরেকটা। ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির পরপরই আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন আরেক ওপেনার ইমরুল কায়েস

মোস্তাফিজুর রহমানের দারুণ এক ডেলিভারিতে এইডেন মার্করামের ব্যাট ছুঁয়ে স্লিপে ক্যাচের মতো উঠেছিল। প্রথম স্লিপে দাঁড়ানো ইমরুল কায়েসের একটু সামনে পড়ে বলটি। এতটাই তাড়াতাড়ি সব ঘটে যায়, কিছু বুঝে উঠার আগেই ইমরুলের হাঁটুর দিকে আঘাত করে বল। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

দেখে মনে হয়েছে, আঘাত বেশ গুরুতর। মাঠে মেডিকেল দল শুশ্রুষা করলেও সুস্থ হয়ে উঠতে পারেননি ইমরুল। তাদের কাঁধে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে যেতে হয়েছে এই ওপেনারকে। ইমরুলের বদলে ফিল্ডিং করতে নামেন মেহেদী হাসান মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে বিনা উইকেটেই ১৭৫ রান করে ফেরেছে প্রোটিয়ারা। ডিন এলগার ৮৬ আর এইডেন মার্করাম অপরাজিত ছিলেন ৮৪ রানে।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।