তামিমকে ছাড়াই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১২ এএম, ০৫ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পরপরই কুফার কবলে পড়েন তামিম ইকবাল। ভ্রমণের ধকল কাটতে না কাটতেই মাঠে নামতে হয়েছিল তাকে। বেনোনির সেই প্রস্তুতি ম্যাচে উরুর ইনজুরিতে পড়ে শুরুতেই মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছিল বাংলাদেশ দলের ওপেনারকে। তবে শেষ পর্যন্ত পচেফস্ট্রম টেস্টে ইনজুরি থেকে ফিরেই মাঠে নামেন। প্রথম ইনিংসে ইনজুরির কারণে ফিল্ডিং করতে না পারার কারণে নিয়মের বেড়াজালে আটকে তাকে ব্যাট করতে নামতে হয়েছিল ৫ নম্বরে। রান করেছিলেন ৩৯টি।

দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামলেও তামিম ইকবাল উইকেটেই দাঁড়াতে পারেননি। মাত্র চার বল খেলে মরনে মর্কেলের বলে বোল্ড হয়ে ফিরে যান। পচেফস্ট্রম টেস্ট শেষ হওয়ার পরই গুঞ্জন শুরু হয়ে যায়, ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন তামিম। যদিও তা গুঞ্জন আকারে ছিল। অবশেষে আজ বিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই জানিয়ে দেয়া হলো যে, ব্লুমফন্টেইন টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশ দলের ওপেনার।

বিসিবি থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হলো, তাতে লেখা হয়েছে, ‘ইনজুরির কারণে আগামীকাল ব্লুমফন্টেইনে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তামিম ইকবাল।’

জাতীয় দলের ফিজিও থিহান চন্দ্রমোহনের বক্তব্য জুড়ে দেয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে থিহান চন্দ্রমোহন বলেন, ‘প্রথম টেস্ট ম্যাচের পরই তামিমের আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হয়েছে। যেখানে দেখা গেছে গ্রেড-১ হিপ মাসল স্ট্রেইনে ভুগছেন তিনি। এই পরীক্ষার পর তার যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে দ্বিতীয় টেস্টে খেলা কোনোভাবেই সম্ভব নয়।’

তবে এই টেস্ট খেলতে না পারলেও বিসিবির ফিজিও আশাবাদী তামিম ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে খেলতে পারবেন। থিহান চন্দ্রমোহন বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী তামিমের সুস্থ হওয়াটা যদি সঠিকভাবে এগুতে থাকে, তাহলে আমরা আশাবাদী ১৫ অক্টোবর প্রথম ওয়ানডেতেই খেলতে পারবেন তিনি।’

তামিমের পরিবর্তে দ্বিতীয় টেস্টে ইনিংসের হাল কে ধরবেন? এ প্রশ্নের জবাব বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে দেয়া হয়নি। তবে, ধারণা করা হচ্ছে, প্রথম টেস্টে দল থেকে বাদ পড়া সৌম্য সরকারেই ফিরিয়ে আনা হবে দ্বিতীয় টেস্টে এবং ইমরুল কায়েসের সঙ্গে তিনিই ইনিংসের ওপেন করবেন।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।